ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ভালোবাসারে কেউ ‘দাবায়া রাখতে পারবা না’: সংগীতশিল্পী সায়ান

২০২৫ আগস্ট ১৬ ২১:২৪:৩২
ভালোবাসারে কেউ ‘দাবায়া রাখতে পারবা না’: সংগীতশিল্পী সায়ান

নিজস্ব প্রতিবেদক: ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এদিনের ঘটনাপ্রবাহ স্মরণ করে দেশজুড়ে মানুষ সামাজিক মাধ্যমে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন।

তবে এই তালিকায় ছিলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। তিনি ১৫ আগস্ট নয়, বরং ১৬ আগস্ট বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। কেন এমন করলেন? সেই গল্প ফেসবুক পোস্টে তুলে ধরেছেন সায়ান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ১৪ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম ঘোষণা করেছিলেন, ১৫ আগস্টে কোনো কর্মসূচী পালন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার প্রতিবাদ ও বঙ্গবন্ধুকে স্মরণ করার উদ্দেশ্যে সায়ান ১৬ আগস্ট নিজের ওয়ালে পোস্ট শেয়ার করেন।

সায়ানের ভাষ্য, “প্রেস সচিব বলেছেন, ১৫ই আগস্ট কোন কর্মসূচী করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অন্য দিন স্মরণে বাধা নেই। তাই ১৬ আগস্টে কিছু কথা বলা যাক।” তিনি আরও উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু ১৯৭০ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেও পশ্চিম পাকিস্তানিরা নির্বাচনের ফলাফল বাতিল করে এবং বাংলার মানুষের অধিকার খর্ব করতে চেয়েছিল। সেই সময়ই মানুষের মনে ক্ষোভ আরও তীব্র হয়।

তিনি লিখেছেন, “পরে বাংলাদেশের মানুষকে আক্রমণ করলে, মুক্তিযুদ্ধের শুরুতেই শেখ মুজিবের নামেই স্বাধীনতা ঘোষণা করা হয়। সকল মুক্তিযোদ্ধা তাঁর প্রেরণায় জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।”

ফারজানা ওয়াহিদ সায়ান আরও উল্লেখ করেছেন, মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা চাপিয়ে দেয়া যায় না। শোক ও স্মরণ ব্যক্তিগত হওয়া উচিত। তাই ১৫ আগস্ট সীমাবদ্ধ না রেখে, ১৬, ১৭, ১৮ আগস্টেও বঙ্গবন্ধুকে স্মরণ করা যেতে পারে।

শেষে তিনি লিখেছেন, “আজ ১৬ আগস্ট, মুজিবকে স্মরণ করে কোনো কর্মসূচী নিলে কোনো সমস্যা নেই। আজ থেকে ঠিক ৫০ বছর আগে মুজিব নিহত হন।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে