ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

কুদ্দুস বয়াতির নতুন পোস্ট ভাইরাল

২০২৫ আগস্ট ১৪ ১২:০৮:১৫
কুদ্দুস বয়াতির নতুন পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি বরাবরই ভিন্নধর্মী বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবারের ছবি পোস্ট করা নিয়ে একটি মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিলেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কুদ্দুস বয়াতি লিখেছেন—“ফেসবুকে খাবারের ছবি তারাই দেয়, যারা অনেকদিন পরে ভালো কিছু খেতে পায়।”

এই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে যায় এবং অনেকেই মন্তব্যে নিজেদের মত প্রকাশ করেন। কেউ লিখেছেন, “সহমত পোষণ করলাম”, কেউ বলছেন, “উচিত কথা বলেছেন।” আবার কেউ কেউ মন্তব্য করেছেন, “খাবারের ছবি পোস্টের ভেতর ছোটলোকি মানসিকতা লুকিয়ে থাকে।”

গানের মঞ্চে এখন তার উপস্থিতি কম হলেও সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে তিনি বেশ সক্রিয়। নিয়মিত নানা ইস্যুতে নিজের মতামত জানাচ্ছেন। কখনো প্রবাদমূলক বক্তব্য, আবার কখনো সমাজবিষয়ক কটাক্ষ—সবকিছুতেই তার সরস ও লোকজ দৃষ্টিভঙ্গি স্পষ্ট।

শৈশব থেকেই গান-বাজনার প্রতি আগ্রহী কুদ্দুস বয়াতি। দেশের বিভিন্ন অঞ্চলে পালাগান—মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, হাতেমতাই—উপস্থাপন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লোকসংগীতের একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে।

তবে তার সবচেয়ে বড় পরিচিতি আসে হুমায়ূন আহমেদ-এর লেখা ও নির্দেশনায় ১৯৯২ সালে প্রচারিত গান ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গাওয়ার মাধ্যমে। এটি ছিল বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণামূলক একটি গান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় সচেতনতামূলক গান ‘জাইনা চলেন, মাইনা চলেন’ এর মাধ্যমে জনগণকে বার্তা দিয়েছেন কুদ্দুস বয়াতি। বাংলা লোকগান ও মানবিক বার্তার মেলবন্ধনে তার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে দেশে-বিদেশে।

খাদ্য, সমাজ, সংস্কৃতি—সবকিছু নিয়ে নিজের মত প্রকাশে পিছপা নন কুদ্দুস বয়াতি। একজন শিল্পীর দৃষ্টিভঙ্গি কখনো কখনো সমাজের আয়না হিসেবেই কাজ করে—এক্ষেত্রেও তার সাম্প্রতিক মন্তব্য সে দৃষ্টান্তই প্রমাণ করে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে