ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে তারকাদের পোস্ট—গুজব নাকি সত্য?

২০২৫ আগস্ট ১৬ ২০:০০:১০
টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে তারকাদের পোস্ট—গুজব নাকি সত্য?

বিনোদন প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে ১৫ আগস্ট (শুক্রবার)। ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় তাকে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করলেও গত বছর থেকে এ দিনটি আর সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নানা উপায়ে শোক প্রকাশ করেছেন। সেই তালিকায় শোবিজ অঙ্গনের বহু তারকাও অংশ নেন।

তাদের মধ্যে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, মেহের আফরোজ শাওন, আজমেরী হক বাঁধন, নাজিফা তুষি, সুনেরাহ বিনতে কামাল, খায়রুল বাসার, সাজু খাদেম, আরশ খান, ইরফান সাজ্জাদ, জাহের আলভী, পিয়া জান্নাতুলসহ আরও অনেকে।

পাশাপাশি নির্মাতা শরাফ আহমেদ জীবন, সুমন আনোয়ার, গায়িকা কোনাল, ব্যান্ড আর্টসেলের ভোকালিস্ট লিংকন ডি কস্টা ও জলের গানের শিল্পী রাহুল আনন্দও শোকবার্তা পোস্ট করেন।

তবে দিন শেষে অনলাইনে ছড়িয়ে পড়ে এক নতুন গুঞ্জন। অভিযোগ ওঠে, কিছু তারকাকে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার জন্য অর্থ দেওয়া হয়েছে। বিষয়টি আরও জোরালো হয় যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, মেহের আফরোজ শাওনের নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নয়জন অভিনয়শিল্পীর কাছে প্রায় ২০ হাজার টাকা পাঠানো হয়েছে।

এ নিয়ে ভক্তদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হলে সত্যতা যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। তাদের তদন্তে উঠে আসে, ভাইরাল হওয়া ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, সেই স্টেটমেন্টে একাধিক অসঙ্গতি রয়েছে। প্রথমত, উল্লেখ করা অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রকৃত অ্যাকাউন্ট নম্বর হয় ১১ সংখ্যার। এছাড়া খোঁজ নিয়ে দেখা গেছে, ওই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্বই নেই।

সংস্থাটির মতে, আসল ব্যাংক স্টেটমেন্টে কখনো টাকা গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না। অথচ ভাইরাল নকল স্টেটমেন্টে সেই তথ্যগুলো প্রকাশ করা হয়েছে।

তাদের বিশ্লেষণে দেখা যায়, সহজলভ্য একটি টেমপ্লেটে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগো বসিয়ে এই ভুয়া স্টেটমেন্ট তৈরি করা হয়েছে। অতীতেও একই টেমপ্লেট ব্যবহার করে নকল স্টেটমেন্ট বানানোর নজির রয়েছে। তাই এটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য বানানো হয়েছে বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে