ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

তিশাকে নিয়ে তীব্র আক্রমণ শাওনের

২০২৫ আগস্ট ১০ ১৬:১১:২৭
তিশাকে নিয়ে তীব্র আক্রমণ শাওনের

নিজস্ব প্রতিবেদক : একাধারে সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তাঁর সমালোচনার লক্ষ্য ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

রোববার (১০ আগস্ট) দুপুরে শাওন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশার কিছু পুরোনো ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিশার ছবি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে অতীত স্মৃতিচারণা করতে গিয়ে হঠাৎ করেই শাওন কটাক্ষের সুরে লেখেন, "নাটক কম করো পিও।"

শাওনের ভাষ্য অনুযায়ী, তিশাকে তিনি ছোটবেলা থেকেই চিনতেন। তাঁদের দেখা হতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। শাওন জানান, “নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে একই ব্যাচে গান শিখত তিশা। এমনকি ও আমাকেও ‘আপুনি’ বলে ডাকত। আমি তাকে নিজের বোনের মতোই দেখতাম।”

তিনি আরও লেখেন, “১৯৯৬ সালে আমার মায়ের সহকর্মী, সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক ছিলেন ওর কোনো আত্মীয়—সম্ভবত খালা। তখনও অনেক জায়গায় ওর সঙ্গে দেখা হতো। ‘একলা পাখি’ ধারাবাহিকে আমার পরিচালনায় কাজ করার সময়ও বেশ ঘনিষ্ঠতা হয়েছিল।”

পোস্টে শাওন অভিযোগ তোলেন, তিশা অতীতে বিভিন্ন মন্ত্রীকে খুব কাছের মানুষ হিসেবে ব্যবহার করতেন। শাওন লিখেন, “তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ বলে ডেকে আবদার করত তিশা। ইনু সাহেবও তাকে খুব স্নেহ করতেন।”

মুজিব চরিত্রভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেন তিশা। এ প্রসঙ্গে শাওন মন্তব্য করেন, “ছবিটা দেখা হয়নি, আর দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার অভিনয়ই আমার শখ মিটিয়ে দিয়েছে।”

পোস্টের শেষ লাইনে হ্যাশট্যাগ দিয়ে শাওন লেখেন, #নাটক_কম_করো_পিও। এই বাক্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। ‘পিও’ নামটি ব্যবহার করে শাওন ব্যক্তিগত একটি বার্তার মতো উপস্থাপন করেছেন সমালোচনাটি, যা অনেকের কাছেই কটাক্ষপূর্ণ মনে হয়েছে।

এখন পর্যন্ত এই পোস্ট বা মন্তব্যের বিষয়ে নুসরাত ইমরোজ তিশার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে