ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

এবার নিষিদ্ধ হলেন মেসির বডিগার্ড 

২০২৫ আগস্ট ০২ ১০:৫৭:৫৩
এবার নিষিদ্ধ হলেন মেসির বডিগার্ড 

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকার (MLS) অল স্টার ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার রেশ কাটতে না কাটতেই এবার মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো নতুন সমস্যায় পড়লেন। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি ও আটলাসের ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ইয়াসিন চুয়েকো পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং নিয়মবহির্ভূত আচরণ করেন।

শৃঙ্খলা কমিটি তাকে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশে নিষেধ করেছে। এর পাশাপাশি ইন্টার মায়ামি ক্লাবকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে, তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

আটলাসের ডিফেন্ডার দোরিয়া বলেন, "মেসির সুরক্ষার জন্য দেহরক্ষীর থাকার প্রয়োজন বুঝতে পারি, তবে খেলোয়াড়দের বিষয়ে তার নাক গলানোর অধিকার নেই।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে