ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

শাস্তি পেল বাংলাদেশ, জরিমানা দেড় হাজার ডলার

২০২৫ জুলাই ২১ ১৬:১৪:৪৩
শাস্তি পেল বাংলাদেশ, জরিমানা দেড় হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেড় হাজার মার্কিন ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য কড়া সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি।

জরিমানার কারণ হিসেবে এএফসি জানিয়েছে, গত ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরু হতে বিলম্ব ঘটে। নির্ধারিত সময়ের চেয়ে দুই মিনিট দেরিতে খেলা শুরু হওয়ায় এই শাস্তির মুখে পড়ে বাফুফে।

জানা গেছে, দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনের সময় চতুর্থ রেফারির সঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার ও সহকারী কোচের ভুল বোঝাবুঝির কারণে এই বিলম্ব ঘটে। পরে মূল রেফারি এসে বিষয়টি মীমাংসা করেন, তবে তার আগেই ম্যাচ কিছু সময়ের জন্য স্থগিত ছিল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এএফসি আনুষ্ঠানিকভাবে বাফুফেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য কঠোর বার্তা দেয়।

উল্লেখ্য, সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত ওই ম্যাচ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উন্মাদনা। কারণ, এই ম্যাচেই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসঙ্গে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শামিত সোম ও ফাহামিদুল ইসলাম।

তবে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

বাফুফে ইতোমধ্যেই শৃঙ্খলার বিষয়ে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে, যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচে এমন পরিস্থিতি আর না ঘটে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে