ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

সাকিব আল হাসানকে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ফখরুল

২০২৫ জুলাই ২১ ১২:১৯:৩৪
সাকিব আল হাসানকে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান কি আবার জাতীয় দলে ফিরতে পারবেন? দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে।

গতকাল (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেই একটি ক্রীড়াভিত্তিক চ্যানেলের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়— “বিএনপি ক্ষমতায় এলে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে কি?”

জবাবে বিসিবির সাবেক এই পরিচালকমণ্ডলীর সদস্য বলেন,“সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না, সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে ফেরেননি সাকিব আল হাসান, যিনি সে সময় আওয়ামী লীগের প্রতীকে (নৌকা) সংসদ সদস্য হয়েছিলেন।

অভ্যুত্থানের পর পাকিস্তান ও ভারতে অনুষ্ঠিত সিরিজে খেললেও পরে দেশে ফেরার সময় বাধার মুখে পড়েন। গত অক্টোবর মাসে দুবাই হয়ে দেশে ফিরছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অংশ নিতে। কিন্তু ঢাকায় সাকিবের আগমন নিয়ে বিক্ষোভ শুরু হলে তিনি মাঝপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যান।

এরপর থেকেই সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ ওঠে, যার মধ্যে রয়েছে রাজনৈতিক অবস্থান ও দুর্নীতির অভিযোগ। এসব কারণে এখনো তাঁর দেশে ফেরা অনিশ্চিত, আর জাতীয় দলে ফেরা তো আরও জটিল।

সম্প্রতি আবার শোনা গেছে, সাকিবকে ফেরাতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম নিজেই জানিয়েছেন, সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তিনি। তবে এখনো পর্যন্ত সাকিবের পক্ষ থেকে কোনো ইতিবাচক সংকেত পাওয়া যায়নি।

মুয়াজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে