ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

ফাঁস হলো ৪ আগস্টের মিটিংয়ের ভেতরের কথা!

২০২৫ আগস্ট ০২ ১৩:৩২:০৫
ফাঁস হলো ৪ আগস্টের মিটিংয়ের ভেতরের কথা!

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৪ আগস্ট রাতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং গণভবন দখলের পরিকল্পনা করেছিলেন ছাত্রশিবির নেতা সিবগাতুল্লাহ। ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন বিস্ফোরক দাবি করেছেন বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক কেফায়েত শাকিল।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, “জুলাইজুড়ে প্রতিদিন ৩০ জন তরুণ সাংবাদিকের একটি গ্রুপ বিভিন্ন আন্দোলনের প্ল্যানারদের সঙ্গে মিটিং করত। এই মিটিংগুলোতে অংশ নিতেন ছাত্ররাজনীতির প্রভাবশালী কয়েকজন নেতা ও সমন্বয়ক, যাদের মধ্যে ছিলেন প্লাবন তারেক ও ইসরাফিল ফরাজিও।”

কেফায়েত শাকিলের ভাষায়, “সিবগাতুল্লাহ ২ আগস্টের এক মিটিংয়ে এসে বলেন, 'এই সপ্তাহেই সরকার পতনের সম্ভাবনা দেখছি। আপনাদের সহায়তা পেলে কাজটা সহজ হবে।' তখনো আমরা তার রাজনৈতিক পরিচয় জানতাম না। তবে তার আত্মবিশ্বাস দেখে আশাবাদী হয়ে উঠেছিলাম।”

সবচেয়ে চাঞ্চল্যকর দাবি আসে ৪ আগস্ট রাতের মিটিং নিয়ে। সেদিনের প্রসঙ্গ টেনে কেফায়েত লিখেন, “সিবগাতুল্লাহ বলেন, ‘কালই আমরা হাসিনাকে সরাতে চাই। পরিকল্পনা একদম প্রস্তুত। লোকজনও প্রস্তুত। গণভবন দখল করব—মৃত্যু যতই হোক। আপনাদের বড় সহায়তা দরকার।’”

তিনি আরও বলেন, “আমি সেই রাত থেকেই ‘বিজয়ের গন্ধ’ পেতে শুরু করি।”

এর আগে ভাইরাল হওয়া আরেক ফেসবুক পোস্টে কেফায়েত দাবি করেন, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্রশিবির ৯ দফা ঘোষণার মাধ্যমে আন্দোলনের নিয়ন্ত্রণ নেয়। তার ভাষায়, “সেদিন সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনের তিন মুখপাত্র—নাহিদ, হাসনাত ও সারজিস—বলেছিলেন, কালো ব্যাজ ছাড়া কোনো কর্মসূচি নেই। কিন্তু শিবির নেতারা সেদিনই ৯ দফা ঘোষণা করে তা মিডিয়ায় ছড়িয়ে দেন এবং আব্দুল কাদেরের নেতৃত্বে ঘোষণা বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েন।”

এই সব দাবি এমন এক সময় এসেছে যখন ২০২৪ সালের জুলাই-আগস্ট সময়কালে সংঘটিত আন্দোলন, সরকার পতনের গুঞ্জন এবং ছাত্ররাজনীতির নতুন রূপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে