ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

অবশেষে সাকিবের মুখে জীবনের বড় সিদ্ধান্ত

২০২৫ জুলাই ১৪ ১৮:৪১:২২
অবশেষে সাকিবের মুখে জীবনের বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের পোস্টারবয়, অলরাউন্ডার সাকিব আল হাসান এখন অনেকটাই আড়ালে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই কাটছে তার সময়। বর্তমানে তিনি খেলছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল), দুবাই ক্যাপিটালস দলের হয়ে।

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে অংশ নিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে কিছুটা ঝলক দেখালেও পরের দুই ম্যাচে ছিলেন ব্যর্থ। তবু ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার।

৩৮ বছর বয়সী এই তারকা বলেন,“আমি এখনও খেলাটাকে খুব উপভোগ করি। আমার মনে হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতদিন উপভোগ করব, ততদিনই খেলব।”

সম্প্রতি বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে সাকিবকে “গ্রেটেস্ট অলরাউন্ডার” বলে অভিহিত করে জাতীয় দলের দরজা খোলা রয়েছে বলেছিলেন। এতে তার ফেরা নিয়ে জল্পনা শুরু হয়।

তবে এই প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,“সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আমি এমন কোনো বিষয় জানি না। এ নিয়ে যা শোনা যাচ্ছে, তা এখনো গুজবের পর্যায়ে।"

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি। তখন থেকেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

তার বিরুদ্ধে হত্যা মামলা ও আর্থিক কেলেঙ্কারির একাধিক অভিযোগ রয়েছে। অভ্যুত্থান চলাকালে তার নীরবতা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল। পরে ফেসবুকে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি ক্ষমা চান।

মুয়াজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে