ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন নাহিদ ইসলাম

২০২৫ আগস্ট ০২ ১৮:১২:০৯
জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: চলমান সংস্কার কার্যক্রম নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া হবে না—এমন বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এই সংবাদ সম্মেলনটি ছিল ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ, যা আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

নাহিদ বলেন,“নতুন বাংলাদেশের লড়াই এখনও শেষ হয়নি। আমাদের জুলাই পদযাত্রা শেষ হবে শহীদ মিনারে। আমরা যে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছি, সেখানে ভবিষ্যতের রূপরেখা থাকবে।”

তিনি বলেন, এই পদযাত্রা ছিল বিচার, সাংবিধানিক সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে। পদযাত্রায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান তিনি।

নাহিদ ইসলাম জানান,“সরকার আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছে। আমরা এটিকে স্বাগত জানাই। তবে আমাদের দাবি, এই ঘোষণার মধ্যে জুলাই সনদের সুরাহা থাকতে হবে।”

তিনি বলেন, কিছু বিষয়ে সরকার ও ঐকমত্য কমিশনের মধ্যে ঐকমত্য হয়েছে। তবে “নোট অব ডিসেন্ট” থাকা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও পরিকল্পনা জানায়নি কমিশন।

“জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হতে হবে। নির্বাচিত সংসদের হাতে সংস্কার তুলে দেওয়া যাবে না। বরং জুলাই সনদের ভিত্তিতে একটি অন্তর্বর্তী সংসদ বা গণপরিষদ গঠন করতে হবে, যেটি থেকেই এই সংস্কার বাস্তবায়ন শুরু হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে