ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

বৃত্তি নিয়ে বিতর্ক এবার মুখ খুলল শিক্ষা মন্ত্রণালয়

২০২৫ আগস্ট ০২ ১৭:০৯:৫৫
বৃত্তি নিয়ে বিতর্ক এবার মুখ খুলল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা নিয়ে সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের করা মন্তব্যের জবাবে বিবৃতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় তাদের অবস্থান ব্যাখ্যা করছে।

বিবৃতিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা’ চালু রয়েছে। জাতীয় শিক্ষাসংক্রান্ত জরিপ অনুযায়ী, এসব বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নআয়ের পরিবারের সন্তান। এই বৃত্তি তাদের শিক্ষাজীবন চালিয়ে নিতে আর্থিক সহায়তা হিসেবে কাজ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিন্ডারগার্টেনগুলো নিজেদের উদ্যোগে ২য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা’ পরিচালনা করে থাকে, যেখানে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারে না। তাই অভিভাবকদের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বৃত্তি চালু রাখার দাবি ওঠে, যা সরকার বাস্তবায়ন করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, সংবিধানের নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে সব শিশুর জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা সরকারের বাধ্যবাধকতা। এ ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের কোনো সুযোগ নেই। যারা সন্তানদের কিন্ডারগার্টেনে ভর্তি করেন, তা তারা ব্যক্তিগত পছন্দে করেন।

পরিশেষে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক—এমন অভিযোগ বাস্তবভিত্তিক নয়। কারণ, এসব বিদ্যালয় সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে শিক্ষা প্রদান করে থাকে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে