ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

মর্মস্পর্শী বিবৃতি দিলেন মাইলস্টোনের প্রধান

২০২৫ আগস্ট ০২ ১৭:০০:৫৬
মর্মস্পর্শী বিবৃতি দিলেন মাইলস্টোনের প্রধান

নিজস্ব প্রতিবেদক: উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে শোক ও দোয়ার আয়োজন করে প্রতিষ্ঠানটি।শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান।

তিনি বলেন,“প্রতিদিন ছুটির সময় বারান্দায় দাঁড়িয়ে থাকি। সেদিন সাক্ষাৎকারে ডেকে নেওয়ায় ১টা ৪ মিনিটে বারান্দা ছেড়ে যাই। দুর্ঘটনাটি ঘটে ১টা ১২ বা ১৩ মিনিটে। না হলে আমিও হয়তো আজ বেঁচে থাকতাম না।”

অধ্যক্ষ আরও বলেন,“যারা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যদি দুর্ঘটনাটি কয়েক মিনিট পর ঘটত, আরও কত শিশুর প্রাণ হারাত, কে জানে!”

তিনি নিজ দায়িত্ব নিয়েই বলেন,“যদি কেউ মনে করেন অবহেলার কোনো দায় রয়েছে, তবে সেই দায় একান্তই আমার। বিচার আপনাদের হাতে।”

নিহত শিক্ষার্থী জারিফ হাসানের বাবা হাবিবুর রহমান বলেন,“সেদিন ও স্কুলে আসতে চাইছিল না। খুব চটপটে আর ফ্রেন্ডলি ছেলে ছিল।”

এ ঘটনায় প্রাণ হারানো শিক্ষক মাসুকা বেগমকে স্মরণ করে সহকর্মীরা জানান, তিনি চাইলে বের হয়ে যেতে পারতেন। কিন্তু শিক্ষার্থীদের ছেড়ে রুম ত্যাগ করেননি। ফলে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।

তার দুলাভাই খলিলুর রহমান বলেন,“বিমান দুর্ঘটনার খবর পেয়েই আমরা উদ্বিগ্ন হই। অনেক খোঁজাখুঁজির পর তাকে হাসপাতালে পাই।”

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া পরিচালনা শেষে বক্তব্য দেন প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি শিক্ষক নুসরাত আলম।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে