ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে নতুন চিত্র দেখছে বিএসইসি

২০২৫ জুলাই ২৯ ১২:৩৬:৪৫
শেয়ারবাজারে নতুন চিত্র দেখছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে শেয়ারবাজার থেকে বিনিয়োগকারী চলে যাচ্ছে—এমন বক্তব্য বিভিন্ন মহলে আলোচিত হলেও, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা নাকচ করে দিয়েছে। তাদের মতে, বিনিয়োগকারীর সংখ্যা নয় বরং বদলেছে বিনিয়োগকারীদের আর্থিক সক্ষমতা, ধরণ ও বিনিয়োগের মান।

মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের সংখ্যা ১৩ লাখ ৬৮ হাজার ৫৪৮টি, যা আগের বছরের তুলনায় কিছুটা কম হলেও বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়।

পরিসংখ্যান অনুযায়ী, ৫০ কোটি টাকার বেশি পোর্টফোলিওধারী বৃহৎ বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৩ জন, যা গত বছর ছিল ৬৯৬ জন।এ ছাড়া ৫০০ কোটির বেশি পোর্টফোলিওধারী বিনিয়োগকারীর সংখ্যা ২০২৪ সালে ছিল ৬৮ জন, যা ২০২৫ সালে বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।

৫০ লাখ টাকার বেশি পোর্টফোলিওধারী মাঝারি বিনিয়োগকারীর সংখ্যা ২০২৫ সালে দাঁড়িয়েছে ২৪ হাজার ২২৫ জন, যা আগের বছরের তুলনায় প্রায় ১ হাজার ৩১৮ জন বেশি। অর্থাৎ, মাঝারি স্তরের বিনিয়োগকারীরাও শেয়ারবাজারে সক্রিয় হয়েছেন।

অন্যদিকে, ১ লাখ টাকার নিচে বিনিয়োগ রয়েছে এমন অতি ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা ২০২৪ সালের ৯ লাখ ১৬ হাজার ১৫৭ থেকে কমে ২০২৫ সালে দাঁড়িয়েছে ৮ লাখ ৩১ হাজার ৭৪৮ জন। অর্থাৎ, প্রায় ৮৫ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী হয় বাজার ছেড়েছেন বা তাদের পোর্টফোলিও এক লক্ষ টাকার ঊর্ধ্বে উন্নীত করেছেন।

বিএসইসি’র মতে, এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে বিনিয়োগকারীরা আগের তুলনায় অধিক সচেতন, দীর্ঘমেয়াদি এবং বৃহৎ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এতে বোঝা যায়, শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীরা সরে যাচ্ছে না বরং বিনিয়োগের গঠন ও প্রবণতায় পরিবর্তন এসেছে।

বিএসইসি আরও জানায়, বাজারে মূল্যভিত্তিক বিনিয়োগ, ডিভিডেন্ড ঘরানাভিত্তিক পোর্টফোলিও এবং স্বল্পমেয়াদি ট্রেডিং থেকে সরে এসে অধিকতর টেকসই বিনিয়োগমুখী মানসিকতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বাজারের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে