ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

আগামীকাল এড়িয়ে চলুন এই ৬ জায়গা

২০২৫ আগস্ট ০২ ১৭:৪৫:৩৩
আগামীকাল এড়িয়ে চলুন এই ৬ জায়গা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রোববার (৩ আগস্ট) একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এসব কর্মসূচিকে ঘিরে শাহবাগ, শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্যাপক জনসমাগম এবং যানজটের আশঙ্কা রয়েছে।

শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি" উপলক্ষে ছাত্র সমাবেশ করবে।

অপরদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজন করেছে "জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে" জনসমাবেশ।

এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী ১-৪ আগস্ট সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজন করেছে "জুলাই জাগরণ" শীর্ষক কালচারাল ফেস্ট।

এই দিন এইচএসসি ও বিসিএস পরীক্ষাও রয়েছে। ফলে বিভিন্ন সড়কে যানজটের মাত্রা আরও বাড়তে পারে। এ প্রেক্ষাপটে ডিএমপি কিছু বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে।

যেসব সড়ক এড়িয়ে চলবেন ও বিকল্প পথ

১. হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়:উত্তর দিক থেকে আসা যানবাহনকে শাহবাগ অভিমুখে না গিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড ব্যবহার করতে বলা হয়েছে।

২. কাঁটাবন মোড়:পশ্চিম দিক থেকে আসা যানবাহনকে কাঁটাবন থেকে শাহবাগে না গিয়ে ডান দিকে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা বাম দিকে সোনারগাঁও (হাতিরপুল) হয়ে বাংলামোটর রুটে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

৩. মৎস্য ভবন মোড়:হাইকোর্ট/কদম ফোয়ারা দিক থেকে আসা যানবাহনকে শাহবাগের পরিবর্তে হেয়ার রোড বা মগবাজার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

৪. কাকরাইল-মৎস্য ভবন রুট:উত্তর দিক থেকে কাকরাইল হয়ে আসা যানবাহন শাহবাগ অভিমুখে না গিয়ে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা বিশ্ববিদ্যালয় এলাকায় চলতে পারবে।

৫. টিএসসি/রাজু ভাস্কর্য:নীলক্ষেত বা দোয়েল চত্বর থেকে শাহবাগের দিকে না গিয়ে বিকল্প হিসেবে দোয়েল চত্বর বা নীলক্ষেত ব্যবহার করতে বলা হয়েছে।

৬. শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান:এই দুই এলাকাসংলগ্ন রাস্তা যতটা সম্ভব এড়িয়ে চলতে বলা হয়েছে।

এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যথাসময়ে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় হাতে রেখে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে