ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

 রাজধানীতে হেলে পড়ল  ৬তলা ভবন

২০২৫ জুলাই ২৭ ১৭:৩৫:৪৩
 রাজধানীতে হেলে পড়ল  ৬তলা ভবন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে একটি ৬তলা ভবন হেলে পাশের ভবনে পড়েছে।রোববার (২৭ জুলাই) ডেমরা স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে একটি ৬তলা ভবন হঠাৎ পাশের ৭তলা আরেকটি ভবনে হেলে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা তৎক্ষণাৎ উপস্থিত হন।ডেমরা থানা সূত্র জানিয়েছে, হেলে পড়া ভবনটিতে থাকা লোকজন বর্তমানে নিরাপদে আছেন। ইতোমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। ঘটনাটি পর্যবেক্ষণে রয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে