ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

৫ আগস্টেই আসছে সেই ঐতিহাসিক দলিল

২০২৫ আগস্ট ০২ ১৩:৩৬:৩৮
৫ আগস্টেই আসছে সেই ঐতিহাসিক দলিল

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানিয়েছে, বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র আগামী ৫ আগস্ট, বিকেল ৫টায় জাতির সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। গণ-অভ্যুত্থানে যুক্ত সব পক্ষের উপস্থিতিতে ৫ আগস্ট বিকেলে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।"

এর আগে সকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঘোষণাপত্র ৫ আগস্ট অথবা তার আগেই প্রকাশ হতে পারে।

শনিবার সকালে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত "পুনর্জাগরণ র‌্যালি" শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন:"আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটি দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণই হচ্ছে জুলাই ঘোষণাপত্র।"

তিনি আরও বলেন, “এটি শুধু রাজনৈতিক ঘোষণা নয়, বরং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ইতিহাস ও ভবিষ্যতের রূপরেখার দলিল। এখানে থাকবে আন্দোলনের উৎস, কারণ, ভবিষ্যৎ লক্ষ্য ও দিকনির্দেশনা।”

মাহফুজ আলম জানান, ঘোষণাপত্রে অংশগ্রহণকারী সব পক্ষের স্বাক্ষর লাগবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষ্যতের ভিশন এতে সংযোজিত রয়েছে বলেই তিনি দাবি করেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে