ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

সেনাপ্রধানের এক উদ্যোগে পাল্টে যাচ্ছে জীবন

২০২৫ জুলাই ২৭ ১০:২৯:৪৫
সেনাপ্রধানের এক উদ্যোগে পাল্টে যাচ্ছে জীবন

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দুর্গম কারিগর পাড়া ও রেজামনি পাড়ার পাঁচ শতাধিক বাসিন্দার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনছে সেনাবাহিনীর একটি মানবিক উদ্যোগ। এই দুটি গ্রামে নেই রাস্তা, বিদ্যুৎ বা বিশুদ্ধ পানির ব্যবস্থা। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সরাসরি হস্তক্ষেপে শুরু হয়েছে বিশুদ্ধ পানির সরবরাহ প্রকল্প।

প্রায় তিন মাস আগে রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে এসে গ্রামবাসীদের সমস্যার কথা সরাসরি শুনেন সেনাপ্রধান। পানির সমস্যার কথা জানার পর তিনি তাৎক্ষণিকভাবে সোলার প্যানেলভিত্তিক বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজলক্ষ্মী অ্যান্ড রাজ পিউ ইঞ্জিনিয়ারিং সল্যুশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাজীব বড়ুয়া জানান, প্রতিদিন চার হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। স্থাপন করা হচ্ছে দুটি এক হাজার লিটার এবং একটি দুই হাজার লিটারের পানির ট্যাংকি।

কারিগর পাড়ার ৭০ বছর বয়সি কৃষক সুবীন্দ্র লাল কারবারি বলেন, “সেনাপ্রধানের এই উদ্যোগ আমাদের জন্য ওপরওয়ালার আশীর্বাদ।” স্থানীয়রা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে পানিবাহিত রোগ অনেকাংশে হ্রাস পাবে।

সাম্প্রতিক সময়ে পার্বত্য সীমান্ত সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে সেনাবাহিনী। পাশাপাশি দুর্গম এলাকায় বিদ্যালয়, চিকিৎসা সেবা এবং কৃষিপণ্য বিপণনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সেনাবাহিনীর পরিচালিত মেডিক্যাল ক্যাম্পে দেখা গেছে রোগীদের উপচে পড়া ভিড়। এখানে চারজন চিকিৎসকসহ গাইনি বিশেষজ্ঞও কাজ করছেন। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।

দুর্গম অঞ্চল থেকে মুমূর্ষু রোগীদের সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে আনা হয়, এমনকি চট্টগ্রামে হেলিকপ্টার ব্যবহারের নজিরও রয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে