ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
Sharenews24

৮ আগস্ট নিয়ে অবশেষে মুখ খুললো ডিএমপি

২০২৫ আগস্ট ০১ ১৯:৫২:৩৬
৮ আগস্ট নিয়ে অবশেষে মুখ খুললো ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আগামী ৮ আগস্ট ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গত ৮ জুলাই বসুন্ধরা এলাকায় অবস্থিত একটি কনভেনশন সেন্টারে 'গোপন বৈঠকের' আয়োজনের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই বৈঠকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। এ ঘটনায় সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা মেজর সাদিকুল হক-এর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।

সংবাদ সম্মেলনে তালেবুর রহমান জানান, কনভেনশন সেন্টারটি শামীমা নাসরিন শম্পা নামে এক নারী ভাড়া নিয়েছিলেন এবং বিদেশে লোক পাঠানোর একটি প্রতিষ্ঠানের ব্যানারে বৈঠক আয়োজন করেন। পরবর্তীতে ১৩ জুলাই ভাটারা থানায় এ বিষয়ে মামলা করা হয়।

তিনি বলেন, “এ ঘটনার প্রকৃত উদ্দেশ্য, পেছনের পরিকল্পনাকারী কারা, তা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যতদ্রুত সম্ভব প্রকৃত তথ্য উন্মোচন করব।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ৮ আগস্ট ঘিরে নানা গুজব ও হুমকির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা গত এক বছরে লক্ষ্য করেছি, কেউ কেউ পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু আমরা সজাগ ছিলাম এবং আছি। বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।”

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর এলাকায় ৫০টি থানায় মোট ৪৮৯টি টহল টিম এবং ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। একই সময় ২৫৪ জনকে গ্রেফতার, ২০টি মোবাইল ফোন, ৬টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এছাড়া ‘গোয়েন্দা নজরদারির’ অংশ হিসেবে বিভিন্ন সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় নিষিদ্ধ সংগঠনের আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তালেবুর রহমান বলেন, “আমরা কোনো গণগ্রেফতার করছি না। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হচ্ছে না।”

ডিএমপি জানায়, ২৬ জুলাই গুলশানে সাবেক এক নারী এমপির বাসায় চাঁদা দাবির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয়ে পরিচিতি দেয়। তদন্তে জানা গেছে, তারা প্রথমে ৫০ লাখ টাকা দাবি করে এবং ১০ লাখ টাকা ক্যাশ নিয়ে যায়। পরে বাকি ৪০ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করলে পুলিশ পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। পলাতক অভিযুক্ত জানে আলম তপুকেও গোপীবাগ থেকে গ্রেফতার করা হয়েছে।

রিয়াদ নামে একজনের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক এবং বাড্ডার বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে