ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

পিরামিডের নিচে ধরা পড়েছে রহস্যময় দুই জিনিস 

২০২৫ জুলাই ২৬ ১২:৫৪:৪৬
পিরামিডের নিচে ধরা পড়েছে রহস্যময় দুই জিনিস 

নিজস্ব প্রতিবেদক: মিশরের প্রাচীন গিজা এলাকায় পিরামিডের নিচে সম্প্রতি দুটি রহস্যময় কাঠামোর সন্ধান পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদদের একটি গবেষক দল আধুনিক ভূতাত্ত্বিক প্রযুক্তি ব্যবহার করে মাটির নিচে এই গঠন দুটি শনাক্ত করে। বিষয়টি প্রকাশিত হয়েছে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান বিষয়ক একটি সাময়িকীতে।

গবেষণায় জানানো হয়, মাটির প্রায় ২ মিটার নিচে একটি ‘এল’-আকৃতির কাঠামো এবং তারও নিচে, প্রায় ৫ থেকে ১০ মিটার গভীরে আরও একটি বড় গঠন রয়েছে। এগুলো গিজার পশ্চিম কবরস্থানের একটি দীর্ঘদিন অব্যবহৃত, বালুতে ঢাকা এলাকায় পাওয়া গেছে। মজার ব্যাপার হলো, এই স্থানে এতদিন খননের কাজ হয়নি, কারণ উপরে কোনো কাঠামোর চিহ্ন ছিল না। অথচ এর চারপাশেই রয়েছে বহু প্রাচীন মাস্তাবা (সমাধি)।

এই দুটি গঠনের অবস্থান নির্ধারণে ব্যবহার করা হয়েছে ‘গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার (GPR)’ এবং ‘ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি টোমোগ্রাফি (ERT)’ প্রযুক্তি। এসব প্রযুক্তি ভূমির নিচে থাকা বস্তু, ফাঁপা স্থান কিংবা কঠিন গঠন শনাক্ত করতে কার্যকর।

তবে এই কাঠামোগুলো যে নিঃসন্দেহে মানুষের তৈরি, সেটি এখনো নিশ্চিত নয়। গবেষকরা বলছেন, এগুলো প্রাকৃতিক গঠনও হতে পারে, যেমন বালু ও নুড়ি মিশ্রিত মাটির স্তর। আবার এগুলো ফাঁপা কোনো ঘর বা প্রাচীন স্থাপনাও হতে পারে।

ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ইজিপ্টোলজিস্ট ড. রোল্যান্ড এনমার্চ এই আবিষ্কার প্রসঙ্গে বলেন, "এখনো খনন না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা কঠিন। তবে যদি এটা প্রাচীন কোনো সমাধি হয়, তাহলে আমি একদম অবাক হব না।"

তিনি আরও যোগ করেন, "আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, কখন তারা আনুষ্ঠানিক খনন কাজ শুরু করবে। তখনই বোঝা যাবে, প্রযুক্তির মাধ্যমে যা দেখা গেছে, তা বাস্তবে কতটা মিলছে।"

পিরামিডের পাদদেশে এমন গোপন গঠন বা সম্ভাব্য সমাধি আবিষ্কারের খবরে ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্বপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত। যদি এগুলো সত্যিই প্রাচীন কোনো অজানা সমাধি হয়, তবে তা মিশরের ইতিহাসে যোগ করতে পারে এক নতুন, রহস্যময় অধ্যায়।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে