ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

বিদেশি নাগরিকদের ভিসা বাতিলে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

২০২৫ জুলাই ২৩ ১৪:১৭:৩০
বিদেশি নাগরিকদের ভিসা বাতিলে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আমেরিকান ভিসাধারী বিদেশি নাগরিকদের জন্য একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে।

দূতাবাস জানিয়েছে, যদি কোনো ভিসাধারী হামলা, পারিবারিক সহিংসতা বা অন্যান্য গুরুতর অপরাধে জড়ায়, তাহলে তাদের ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এই সতর্কবার্তাটি ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়। সেখানে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলেছে, “ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ। আইন লঙ্ঘন করলে সেই সুযোগ বাতিল হয়ে যেতে পারে।”

বিবৃতিতে আরও বলা হয়, দেশে বা বিদেশে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে অভিবাসন আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের ‘শূন্য সহনশীলতা’ নীতিকে সামনে রেখে অপরাধে জড়িত বিদেশিদের দ্রুত বিতাড়নের ওপর জোর দিচ্ছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিএইচআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষকে বহিষ্কার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, চুরি, শপলিফটিং, প্রতারণা, ডাকাতি বা বাসায় চুরির মতো অপরাধগুলোকে গুরুতর হিসেবে গণ্য করা হয়। এসব অপরাধে শাস্তি নির্ধারণ হয় অপরাধের ধরন ও চুরি হওয়া মালামালের মূল্যের ভিত্তিতে। অধিকাংশ অঙ্গরাজ্যে দোকানমালিকদের শপলিফটারদের আটক করার অধিকার রয়েছে এবং তারা ক্ষতিপূরণ দাবি করতেও আদালতে যেতে পারেন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে