ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

২০২৫ জুলাই ১৬ ১১:১৮:২৩
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। দেশটির সরকার বাংলাদেশি কর্মীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ চালু করেছে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি কর্মীরা এখন মালয়েশিয়া থেকে স্বদেশে আসা-যাওয়ার সুযোগ পাবেন, যা আগে সীমিত ছিল।

গত মে মাসে মালয়েশিয়া সফরে গিয়ে, বাংলাদেশ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন—আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

সেই বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভিসা জটিলতা ও সীমাবদ্ধতা নিয়ে সরাসরি আলোচনা হয়।

এর ধারাবাহিকতায়, ১০ জুলাই মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ মহাপরিচালকের স্বাক্ষরসহ একটি পরিপত্র জারি করে। এতে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ড. আসিফ নজরুল বলেন,"মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বৈঠকে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন, এবং আজ তা বাস্তবে রূপ নিয়েছে।"

ড. আসিফ নজরুল আরও জানান, যারা ইতিমধ্যে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং PLKS (Temporary Employment Visit Pass) পেয়েছেন, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না।

PLKS নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল ভিসা প্রদান করা হবে।

এছাড়া, যেসব কর্মীর PLKS বৈধ, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া ও বাংলাদেশে যাতায়াত করতে পারবেন। মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে এই বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

এই সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ, যা পরিবার ও কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা সহজ করবে। একইসঙ্গে এটি বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমবাজারে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে