ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতীয়রা বাংলাদেশে মুখ্যমন্ত্রী মমতার বিস্ফোরক অভিযোগ

২০২৫ জুন ১৭ ১১:৩০:৪৫
ভারতীয়রা বাংলাদেশে মুখ্যমন্ত্রী মমতার বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভারতের কিছু রাজ্যে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য ভারতীয় নাগরিকদের বাংলাদেশি হিসেবে আখ্যা দিয়ে জোরপূর্বক সীমান্তে পুশ ইন করা হচ্ছে। তিনি এই ঘটনাকে “লজ্জাজনক” বলে আখ্যায়িত করেছেন।

সোমবার (১৬ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভায় এক তীব্র ভাষণের মাধ্যমে তিনি ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারকে এ ঘটনার জন্য দায়ী করেন। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায়, মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিনজন পরিযায়ী শ্রমিককে সম্প্রতি বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ। পরে তাদের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

মমতা বলেন,“বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে সীমান্তে পাঠিয়ে দিচ্ছে! আধার কার্ড, প্যান কার্ডসহ সব কাগজপত্র থাকা সত্ত্বেও শুধু ভাষার কারণে এমন কাজ করা হচ্ছে। বিজেপি সরকার মহারাষ্ট্রে এই কাজ করেছে। আমি তাদের ধিক্কার জানাই।”

পরে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের হস্তক্ষেপে এবং রাজ্য প্রশাসনের সহযোগিতায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ওই তিনজনকে ভারতে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে দুজন মুর্শিদাবাদ এবং একজন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা বলে জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম।

সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে পুশ ইন বা জোর করে প্রবেশ করানোর ঘটনা বেড়ে গেছে। বিজিবির তথ্যমতে, গত ৭ মে থেকে ৩ জুন ২০২৫ পর্যন্ত মোট ১,২৪৪ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,“ভারতের হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে যেন কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হয়। পুশ ইন কোনো সমাধান নয়।”

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি মহারাষ্ট্র, দিল্লি ও আসামসহ কয়েকটি রাজ্যে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে। তবে এই প্রক্রিয়ায় বৈধ ভারতীয় নাগরিকদেরও সন্দেহভাজন করে হেনস্তার অভিযোগ উঠছে, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে