ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে যা করবেন

২০২৫ মে ২২ ১০:১৭:৫৫
ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক: নগরজীবনে ফ্রিজের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে এই প্রচণ্ড গরমে ঠান্ডা পানি কিংবা খাবার সতেজ রাখতে রেফ্রিজারেটর একপ্রকার জীবনের অপরিহার্য যন্ত্রে পরিণত হয়েছে।

তবে বেশি ব্যবহারে অনেক সময় ফ্রিজে পুরু বরফের স্তর জমে যায়, বিশেষ করে সিঙ্গেল ডোর ফ্রিজে। দিনকয়েক বাইরে গেলে ফ্রিজ বন্ধ না রেখে চালু রেখে দিলে ফিরে এসে দেখা যায় দরজার মুখে বরফ জমে খাবার বের করাই দায়।

বরফ পরিষ্কারের সহজ উপায়:

প্লাস্টিক বা কাঠের চামচ ব্যবহার করুন: বরফ কম থাকতেই পরিষ্কার করুন। কখনোই স্টিলের চামচ ব্যবহার করবেন না—এতে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে।

গরম খাবার ফ্রিজে রাখবেন না: খাবার ঠান্ডা হওয়ার পরই ফ্রিজে রাখুন। গরম খাবার রাখলে অতিরিক্ত বরফ জমে।

ফ্রিজ খোলা রাখবেন না: কাজ শেষে দরজা ভালোভাবে বন্ধ করুন। বারবার ফ্রিজ খোলা-বন্ধ করলে বরফ জমে বেশি।

থার্মোস্টেট পরীক্ষা করুন: ফ্রিজের তাপমাত্রা ঠিক আছে কিনা সপ্তাহে একবার চেক করুন। তাপমাত্রা বেশি হলে বরফ জমবে বেশি।

ফ্রিজের পেছনে জায়গা রাখুন: দেয়ালের সঙ্গে না লাগিয়ে অন্তত ১ ফুট দূরে রাখুন যেন বাতাস চলাচল করতে পারে।

ফ্রিজ পরিষ্কারের সময় সাবধানতা: ফ্রিজ পরিষ্কার করার আগে প্লাগ খুলে রাখুন। পানি যেন কোনো বৈদ্যুতিক অংশে না লাগে।

ধৈর্য ধরুন: অনেকদিন ফ্রিজ বন্ধ থাকলে চালু হতে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

মুয়াজ/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে