ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আরাকান করিডর নিয়ে যা বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

২০২৫ মে ২১ ১৫:৪৫:৩০
আরাকান করিডর নিয়ে যা বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আন্তর্জাতিকভাবে আলোচিত 'করিডর' ইস্যুতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

আজ বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন।

তিনি বলেন,“দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, করিডর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি। কারো সঙ্গে কোনো কথা হবেও না।”

নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন,“করিডর বিষয়টি অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছেন। এটি মূলত একটি মানবিক ব্যবস্থা—যেখানে কোনো দুর্যোগপূর্ণ বা বিপদাপন্ন এলাকার মানুষকে সরিয়ে নিতে একটি সাময়িক পথ তৈরি করা হয়। কিন্তু আমরা এখানে কাউকে কোথাও সরাচ্ছি না।”

তিনি সাফ জানিয়ে দেন, আরাকানের বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের করিডরের প্রয়োজন নেই।

“বর্তমানে করিডর সৃষ্টি করে লোকজন যাতায়াতের কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না। আমাদের একমাত্র প্রয়োজন এখন হলো—দুর্গত এলাকাগুলোতে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া,” — বলেন খলিলুর রহমান।

সম্প্রতি আরাকান (রাখাইন রাজ্য) পরিস্থিতিকে ঘিরে বাংলাদেশে মানবিক করিডর খোলার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহল থেকে এ নিয়ে মতবিনিময় ও আন্তর্জাতিক চাপে আসার কথা বলা হলেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই বক্তব্য সেই জল্পনার নিরসন করল।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে