ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

এনসিপির ইসি ঘেরাও, ইসি সানাউল্লাহর প্রতিক্রিয়া

২০২৫ মে ২১ ১৬:৩০:৪১
এনসিপির ইসি ঘেরাও, ইসি সানাউল্লাহর প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২১ মে) নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্তব্য করেছেন যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি) নিয়ে যে অভিযোগ তুলেছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘‘কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের নয়, এটি সরকারই সিদ্ধান্ত নেবে।’’

এনসিপি নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনের প্রধান ফটকে অবস্থান নিয়ে তাদের ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় তারা অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে কাজ করছে। তারা দাবি করেন, ২০২২ সালের বাকশালী নির্বাচন কমিশন গঠন আইন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং বর্তমান কমিশনের পদত্যাগের দাবি জানিয়ে স্থানীয় সরকারের নির্বাচন দ্রুত আয়োজন করার হুঁশিয়ারি দেন।

এনসিপির নেতারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং এটি এখন একটি রাজনৈতিক দলের মুখপাত্রের ভূমিকা পালন করছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘‘এনসিপির দাবি রাজনৈতিক। নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা কাজ করছি সংবিধান এবং আইন অনুযায়ী। সরকার কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তা সিদ্ধান্ত নেবে, নির্বাচন কমিশন নয়।’’

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেন, বাকশালী আইনে গঠিত নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এটি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে। সুতরাং, কমিশনের পদত্যাগ এবং নতুন নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। তিনি আরও দাবি করেন যে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরই জাতীয় নির্বাচন সম্ভব হবে।

এদিকে, নির্বাচন কমিশন নতুন ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে। এই নীতিমালার পরিবর্তনের ফলে ডিসি-এসপিদের বাদ দিয়ে ইসি’র অধীনে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়াও নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে