ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

অপসারিত হলেন ইসলামী ব্যাংকের এমডি

২০২৫ মে ২১ ২১:৪১:৫৭
অপসারিত হলেন ইসলামী ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও জালিয়াতির সম্পৃক্ততার দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করা হয়েছে। আজ বুধবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি ইসলামী ব্যাংকের অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। অডিটের ফলাফলে দেখা গেছে, ব্যাংকের কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই অভিযোগে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে তারা বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায়, কেন্দ্রীয় ব্যাংক তাতে অনাপত্তি দেয়।

উল্লেখ্য, এর আগে ৬ এপ্রিল মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠানো হয়। পাশাপাশি তার বিরুদ্ধে জালিয়াতি ও অনিয়ম সংক্রান্ত নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া হয়েছে, যেখানে এখন দুদক তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। পরে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে উঠে আসে, বিভিন্ন কৌশলে এই ব্যাংক থেকে প্রায় ৯১ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার পর মনিরুল মওলা প্রতিষ্ঠানটিতে প্রভাবশালী হয়ে ওঠেন এবং দ্রুত সময়ের মধ্যে তাকে পদোন্নতি দিয়ে প্রথমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি), পরে ২০২০ সালের ডিসেম্বর মাসে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অপরদিকে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারানোর পরে ইসলামী ব্যাংকের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিএমডি আত্মগোপনে চলে যান। এর মধ্যেও মনিরুল মওলা এখনও পদে বহাল ছিলেন। এই পরিস্থিতি নিয়ে বাজারে ও সাধারণের মাঝে নানা মত প্রকাশিত হচ্ছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে