ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

অফিসে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ নেপথ্যে যে কারণ

২০২৫ মে ১৫ ১৯:৩৪:৩৫
অফিসে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। তাদের দাবি—তড়িঘড়ি করে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকেই বিক্ষোভকারীরা নগর ভবনের প্রতিটি প্রবেশপথে তালা লাগিয়ে দেন। ফলে ভবনে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। নাগরিক সেবা নিতে আসা লোকজনকেও ফিরে যেতে হচ্ছে।

বিশেষ করে ভবনের ১২ তলায় অবস্থিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তালা লাগানোর খবর পেয়েই সেদিন অফিসে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর সঙ্গে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও অফিসে প্রবেশ করতে পারেননি; কেউ নিচে বারান্দা ও গাছতলায় বসে ছিলেন।

এর আগে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। সেই অনুসারে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে এখনও তার শপথগ্রহণ হয়নি।

বিক্ষোভকারীরা জানান, ২০২০ সালের নির্বাচনে তারা ভোট দিয়েছিলেন ইশরাককে, কিন্তু ফল জালিয়াতির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়। এখন আদালতের রায়ে বৈধতা পেলেও শপথ করানো হচ্ছে না—এ অভিযোগে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সকাল ৯টার দিকেই নগর ভবনের ফটকে তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে পুরো প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কর্মকর্তারা বারান্দা ও নিচতলায় বসে সময় কাটান।

লালবাগ থেকে মিছিল নিয়ে আসা এক বিক্ষোভকারী বলেন, “যতদিন না ইশরাককে শপথ করানো হবে, ততদিন আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।”

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, “নগর ভবনে তালা দেওয়ার বিষয়টি স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে জানানো হয়েছে। ভবনের ভেতরে কাজ বন্ধ থাকলেও উচ্ছেদ অভিযান, সচিবালয় সভা বা আঞ্চলিক অফিসের কার্যক্রম চলমান রয়েছে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে