ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

সব পরিচালকের সঙ্গেই আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল

২০২৫ মে ২১ ১২:৩২:২২
সব পরিচালকের সঙ্গেই আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল

নিজস্ব প্রতিবেদক: ১৯৯০ সালে ‘আশিকি’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অনু আগরওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের নানান বিষয় নিয়ে কথা বলেছেন অনু। মুখ খুলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়েও।

পিঙ্কভিলার সাক্ষাৎকারে অনুকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের মুখোমুখি হননি? উত্তরে অনু বলেন, তাঁর কখনও এমন অভিজ্ঞতা হয়নি। অনু আগরওয়ালের কথায়, 'আমার প্রথম ছবি ছিল মহেশ ভাটের সঙ্গে। তিনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি নিজের মতো করে ছবি বানান। আমি ওঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। সব পরিচালকের সঙ্গেই আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমার সঙ্গে কোথাও কোনও কাস্টিং কাউচ, বিছানায় যাওয়া, হ্যাঙ্কি-প্যাঙ্কি (হিংসা-বিদ্বেষ বলতে চেয়েছেন)এসব কিছু ছিল না।

দুই বছর আগে আমার এজেন্ট হেসে বলছিলেন, অনুর নিজস্ব কাস্টিং কাউচ আছে। পরিচালক যখন আসেন, তখন তিনি বলেন শুয়ে পড়ুন।’ এরপরই তিনি হেসে বলেন এটা কিন্তু শুধুই মজা করে বলছিলাম।’

এরপরই অভিনেত্রী জানতে চান, কোথায় কাস্টিং কাউচ নেই? অনু আগরওয়াল বলেন, ব্যাঙ্ক থেকে কর্পোরেট হাউস এবং এ জাতীয় নানান জায়গাতেই কাস্টিং কাউচ থাকে। (অনু বলে চললেন), কী বলছে আপনি! আমরা কেন দেখনাদারি করছি? সর্বত্র কাস্টিং কাউচ আছে। জীবনের সূচনালগ্ন থেকেই পুরুষ ও নারী উভয়ই আছে, তাদের মিলন সকলেরই কাম্য। এটাই পৃথিবীর সমগ্র ইতিহাস। প্রশ্ন তুলে অভিনেত্রী আরও বলেন, তাহলে ওটা কি খারাপ? খারাপ তখনই হয়, যখন কেউ নিজের সম্ভাবনাকে কাজে লাগায় না।

অনু আগরওয়াল এই সাক্ষৎকারে তাঁর লড়াইয়ের দিনগুলির কথাও স্মরণ করেছেন। তিনি তাঁর জীবনের এমন সয়য় সম্পর্কে কথা বলেছিলেন, যখন তিনি সন্ন্যাসীর জীবন গ্রহণ করেছিলেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে