ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

দুদকের জালে সাবেক ১৩ সেনা কর্মকর্তা, তদন্ত শুরু

২০২৫ মে ২০ ০৬:৫০:০৮
দুদকের জালে সাবেক ১৩ সেনা কর্মকর্তা, তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক: সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় সাবেক ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত ও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে ১১টি টিম গঠন করা হয়েছে, প্রতিটি টিমে রয়েছেন দুজন থেকে চারজন কর্মকর্তা।

এই ১৩ কর্মকর্তার মধ্যে দুজনের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে, পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং চারজনের স্থাবর-অস্থাবর সম্পদ আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এই কর্মকর্তারা শেখ হাসিনা সরকারের আমলে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের ব্যাংক হিসাব, শেয়ার, সঞ্চয়পত্রসহ সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রীর সাতটি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে দুদক। অভিযোগ রয়েছে, তিনি হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে অর্থ পাচার করে ব্যবসা পরিচালনা ও সম্পদ ক্রয় করেছেন।

প্রবাসী শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাসুদ উদ্দিন চৌধুরী, তাঁর মেয়ে তাসনিয়া মাসুদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

শেখ হাসিনা সরকারের সাবেক সামরিক সচিব ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজীর বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল করে ৪০০ বিঘা জমিতে পার্ক নির্মাণের অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টি এম জোবায়েরের বিরুদ্ধে লন্ডনে বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। তাঁর ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারটি মামলা করেছে দুদক। তাঁর পরিবারের ১৩টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মুজিবুর রহমান ও তাঁর স্ত্রীর নামে জমি ও ফ্ল্যাট থাকার বিষয়ে অনুসন্ধান চলছে।

এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, রাষ্ট্রীয় অর্থ অপচয় এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে তাঁর ফ্ল্যাট ও জমি ক্রোক করা হয়েছে।

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান বর্তমানে কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তাঁর বাগানবাড়ি, বাড়ি, ফ্ল্যাটসহ নানা সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাদাত হোসেন এবং উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. হোসেনের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক মো. আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অনুসন্ধান শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কমিশনে সুপারিশ করবেন। এরপর কমিশন সেই সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেবে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে