ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Sharenews24

বিসিএস পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবার দেখার সুযোগ প্রার্থীদের

২০২৫ মে ২১ ২৩:৩৮:১৯
বিসিএস পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবার দেখার সুযোগ প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রাপ্ত নম্বর এখন চাকরিপ্রার্থীরা নিজেদের ইউনিক আইডির মাধ্যমে দেখতে পারবেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের কাজ চলছে। কমিশন আশা করছে, ৪৭তম বিসিএস থেকেই এই সুবিধা কার্যকর হবে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীরা নিজেদের ইউনিক আইডি ব্যবহার করে ফলাফল এবং প্রাপ্ত নম্বর দেখতে পারবেন। একই আইডি ব্যবহার করে ক্যাডার ও নন-ক্যাডার পদে আবেদন করাও সম্ভব হবে, ফলে বারবার আবেদন করার ঝামেলা কমবে।

বিসিএস পরীক্ষায় তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হয়—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক। এখন পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশের পর প্রার্থীরা নির্দিষ্ট আবেদন করে লিখিত পরীক্ষার নম্বর জানতে পারেন। ইউনিক আইডি চালু হলে সব ধাপের নম্বর একসঙ্গে জানা যাবে কি না, তা নিয়ে পিএসসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিগগিরই।

৪৮তম বিসিএসকে বিশেষ বিসিএস হিসেবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পিএসসি। এতে চিকিৎসক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিক্ষা ক্যাডারে ৬৮৩ জন প্রভাষক ও স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বিধিমালা সংশোধনের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এই নিয়োগ একসঙ্গে হবে, নাকি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে, তা এখনো নির্ধারণ হয়নি।

অন্যদিকে, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল জুন মাসের মধ্যে প্রকাশের প্রস্তুতি চলছে। মে মাসেই এই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হবে। কমিশন আশা করছে, ৩০ জুনের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে। ৪৪তম বিসিএসে মোট ১ হাজার ৭১০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

পিএসসি দ্রুততম সময়ে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার কাজও এগিয়ে নিচ্ছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে