ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

স্টারলিংকের সংযোগ নেবেন যেভাবে

২০২৫ মে ২১ ১৫:৫২:২০
স্টারলিংকের সংযোগ নেবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার (২০ মে) থেকে প্রতিষ্ঠানটি দেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

স্টারলিংকের ইন্টারনেট সংযোগ পেতে হলে সরাসরি যেতে হবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে: starlink.com

সংযোগ নেওয়ার ধাপসমূহ:

স্টারলিংক ওয়েবসাইটে প্রবেশের পর দুটি অপশন দেখতে পাবেন —
Residential (স্থায়ী সংযোগ)
Roam (ভ্রাম্যমাণ সংযোগ)
বাংলাদেশের সরকার ‘রোম’ সেবার অনুমোদন এখনো দেয়নি, তাই কেবল ‘রেসিডেনশিয়াল’ অপশনটি কার্যকর।

‘Order Now’ অপশনে ক্লিক করে নিজের লোকেশন নির্ধারণ করুন।

চেকআউট পেইজে গিয়ে প্রাসঙ্গিক তথ্য ও অর্থপ্রদান সম্পন্ন করুন।

সবশেষে ‘Place Order’ বাটনে ক্লিক করলে অর্ডার সম্পন্ন হবে।

ডেলিভারি সময়: ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে স্টারলিংক কিট পৌঁছে যাবে।

গ্রাহক নিজের হাতেই সহজে এটি সেটআপ করতে পারবেন, আলাদা টেকনিশিয়ানের প্রয়োজন নেই।

মূল্য ও প্যাকেজ:

প্যাকেজএককালীন সেটআপ খরচমাসিক খরচ
স্টারলিংক রেসিডেন্স ৪৭,০০০ টাকা ৬,০০০ টাকা
রেসিডেন্স লাইট ৪৭,০০০ টাকা ৪,২০০ টাকা
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে