ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

নির্মলেন্দু দাস রানাকে নিয়ে বড় দাবি প্রেস উইংয়ের

২০২৫ মে ২১ ১৫:৩৮:০০
নির্মলেন্দু দাস রানাকে নিয়ে বড় দাবি প্রেস উইংয়ের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাস রানার অপহরণের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (২০ মে) রাতে প্রেস উইংয়ের যাচাই করা ফেসবুক পেজ ‘CA Press Wing Facts’-এ প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়, সিলেটের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানার (৪৫) গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়।

১৮ মে থেকে ফেসবুক ও এক্সে বিভিন্ন একাউন্টে দাবি করা হয়, জামায়াত-শিবিরের ক্যাডাররা রানাকে অপহরণ করেছে। এমনকি কিছু পোস্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিষয়টি নিয়ে নীরব থাকার অভিযোগও তোলা হয় এবং জামায়াতপন্থী হিসেবে তাকে ইঙ্গিত করা হয়।

তবে প্রেস উইং জানিয়েছে, বাস্তবে রানা অপহৃত হননি। বরং, ১৭ মে রাতে সিলেট শহরের একটি বাজারে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাকে চিনে ফেলেন এবং পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের হাতে তুলে দেন। এর আগে তাকে জনতা লাঞ্ছিতও করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রানা একাধিক ফৌজদারি মামলার পলাতক আসামি। ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি প্রধান সন্দেহভাজন। এছাড়াও ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রদের ওপর সহিংস হামলার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

প্রেস উইং আরও জানায়, আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২১ সালে রানা বহিষ্কৃত হন। ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়ন কর তহবিল থেকে ১৯.০৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেএকাধিক সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের খবর প্রকাশিত হয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, এসব প্রেক্ষাপটে রানার অপহরণের দাবি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, যা রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে