ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

বিএন‌পির ৪ নেতার পদত্যাগ নেপথ্যে যে কারণ

২০২৫ মে ১৬ ১৭:০৯:৫২
বিএন‌পির ৪ নেতার পদত্যাগ নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে বিস্তর অনিয়ম ও অসন্তোষের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন চারজন শীর্ষস্থানীয় বিএনপি নেতা। শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর শহরের হাজী সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন- উপজেলা বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার, উপজেলা কমিটির ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান এবং ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ফুলু অভিযোগ করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী গত ১৭ বছরে কোনো কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অংশ নেননি। বরং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠদেরকে দায়িত্ব দিয়ে নিজের গা বাঁচানোর চেষ্টা করেছেন। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র করে দায়িত্ব অর্পণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠা দিয়েছেন। এমনকি জেলা পরিষদ নির্বাচনে সরাসরি অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলীর পক্ষে ভোট দিয়েছেন এবং পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরও বলেন, সদ্য ঘোষিত কমিটিতে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং মামলার আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ, ৬৩ নম্বর মামলার আসামি শহিদুল রহমানকে আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা হয়েছে। একইভাবে, আওয়ামী লীগের হয়ে উপজেলা পরিষদ ও সংসদ নির্বাচনে সক্রিয় থাকা সাইফুল ইসলাম বাদল ও রফিকুল ইসলামকে যথাক্রমে উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদল ২০২৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডের আত্মীয়ের মোটরসাইকেলের পেছনে বসে প্রচারে অংশ নিয়েছেন বলেও অভিযোগ তোলা হয়।

অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, উলিপুরের কমিটি ভারসাম্য রেখে গঠিত হয়েছে। পদত্যাগকারীদের মনঃপূত না হওয়ায় তারা এমন অভিযোগ তুলছেন। এখনো কোনো পদত্যাগপত্র তার হাতে জমা পড়েনি বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীদের সমর্থনে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ অন্যান্য নেতাকর্মীরা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে