ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

শিক্ষার্থীদের শপথে যোগ হলো নতুন প্রতিজ্ঞা

২০২৫ মে ২১ ১৭:২৩:০৮
শিক্ষার্থীদের শপথে যোগ হলো নতুন প্রতিজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীদের জন্য নতুন শপথবাক্য চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথমবারের মতো “দুর্নীতি ও অন্যায় করব না এবং প্রশ্রয়ও দেব না”—এই বার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৫ সালের ২১ মে বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, দেশের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতা জাগ্রত করতে এবং সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই শপথ নিয়মিত পাঠ করানোর জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে।

নতুন শপথবাক্য : “আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো। অন্যায় ও দুর্নীতি করিবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না।”

“হে মহান আল্লাহ / মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।”

আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২১ সালের ২৮ ডিসেম্বর যে শপথ চালু হয়েছিল, তাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও শহীদদের রক্ত বৃথা না যাওয়ার বিষয়টি জোর দিয়ে বলা হয়েছিল। সেই শপথ ছিল:

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে... শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না... বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তুলবো।”

কিন্তু নতুন প্রজ্ঞাপনে এই রাজনৈতিক এবং মুক্তিযুদ্ধ-ভিত্তিক বার্তাগুলো সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে, এবং পরিবর্তে নৈতিকতা ও দুর্নীতিবিরোধী বার্তা জোর দিয়ে যুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন নীতিগত বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২০ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয় ও পিটিআইগুলোতে পুরনো শপথ পুনরায় চালুর নির্দেশ দেয়।

বর্তমান প্রজ্ঞাপনের মাধ্যমে সেটিকেই চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে পুনর্ব্যবহার করা হচ্ছে, সাথে যুক্ত হয়েছে দুর্নীতিবিরোধী অংশ।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে