ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

নেতাকর্মীদের উদ্দেশ্যে ইশরাকের নতুন নির্দেশনা

২০২৫ মে ২১ ১৯:০৭:২৬
নেতাকর্মীদের উদ্দেশ্যে ইশরাকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এই আন্দোলনের মধ্যেই সরাসরি রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ইশরাক নিজেই।

আজ বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,“আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহ অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,“নির্দেশ একটাই—যতক্ষণ দরকার রাজপথ ছাড়বে না কেউ। আন্দোলন থেমে গেলে আমাদের অধিকার কেড়ে নেওয়া হবে।”

এদিকে, একই দিন ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণ সংক্রান্ত রিটের শুনানির দিন পিছিয়ে বৃহস্পতিবার (২২ মে) নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রিটের শুনানি করবেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হন। তবে ওই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে।

পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করে ইশরাককে ডিএসসিসির বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকেই ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে নগর ভবনের সামনে তার সমর্থকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে