ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ডে শেয়ারহোল্ডারদের অনুমোদন

২০২৫ মে ২১ ১৯:১৮:২১
ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ডে শেয়ারহোল্ডারদের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২১ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করে শেয়ারহোল্ডাররা। যার মধ্যে ১৭.৫ শতাংশ ক্যাশ এবং ১৭.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরী। পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মোঃ শাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, রুসলান নাসির, মাহারীন নাসির, ব্যারিস্টার কে. এম. তানজীব-উল আলম এবং খন্দকার আতিক-ই-রাব্বানী এফসিএ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ব্যাংকের শীর্ষ নির্বাহী এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারী এ সভায় অংশ নেন। সভায় উত্থাপিত সব প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে