ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

ঘোড়ার মাংস খাওয়া হারাম না হালাল

২০২৫ মে ২১ ১০:৫৮:২৭
ঘোড়ার মাংস খাওয়া হারাম না হালাল

নিজস্ব প্রতিবেদক: কোরবানির জন্য ইসলাম নির্ধারিত ছয় ধরনের গবাদিপশু হালাল: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা।

সুতরাং ঘোড়া কোরবানি করা যাবে না, যদিও তার মাংস খাওয়া হালাল বলে অনেক ফিকহ বিশেষজ্ঞ মত দিয়েছেন।

কেন ঘোড়া কোরবানি নয়?

যদিও হালাল পশুর মাংস খাওয়া জায়েজ, কিন্তু সকল হালাল পশু কোরবানি দেওয়া যাবে না।

যেমন:

* হরিণের মাংস হালাল, তবু কোরবানি জায়েজ নয়

* ঘোড়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য

ঘোড়ার মাংস খাওয়ার ইসলামিক দৃষ্টিভঙ্গি

* ইমাম আবু ইউসুফ (রহ.) ও ইমাম মুহাম্মাদ (রহ.)

* অন্যান্য মাজহাবের অধিকাংশ ইমাম

* সহিহ হাদিসসমূহে অনুমোদন রয়েছে

উদাহরণ: “আমরা আল্লাহর রাসুল (সা.)-এর যুগে ঘোড়া জবাই করে তা খেয়েছিলাম।” সহিহ বুখারি: ৫১৯১

মাকরুহ (অপছন্দনীয়) মত:

* ইমাম আবু হানিফা (রহ.)

* কারণ: ঘোড়া একসময় যুদ্ধ ও বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ছিল

* কোরআনে ঘোড়াকে বাহন ও শোভা হিসেবে উল্লেখ করা হয়েছে

কোরবানিযোগ্য পশুর বয়সসীমা:

পশুবয়সসীমা
উট কমপক্ষে বছর
গরু/মহিষ কমপক্ষে বছর
ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে বছর (বা মাস হলে হৃষ্টপুষ্ট দেখতে বছরের মতো হতে হবে)

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে