ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

তিন উপদেষ্টাকে নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্য 

২০২৫ মে ২১ ১৫:৩৩:০৩
তিন উপদেষ্টাকে নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্য 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী হুঁশিয়ারি দিয়েছেন, বিএনপিপন্থি তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। বুধবার (২১ মে) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে নির্বাচন কমিশন পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নির্ধারণ ও বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি করা হয়। সমাবেশ থেকে কমিশনের প্রতি অভিযোগ তোলা হয়, তারা “তড়িঘড়ি করে গঠিত একটি বিতর্কিত দলীয় কমিশনে” পরিণত হয়েছে, যা বিএনপির স্বার্থে কাজ করছে বলেও মন্তব্য করা হয়।

নাসির উদ্দীন বলেন, “উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, তাদের পদত্যাগ করাতে আমরা বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আইন মন্ত্রণালয়কে ধ্বংস করতে তৎপর।”

তিনি আরও বলেন, “জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে, আপনাদেরও ছুড়ে ফেলা হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো আচরণ করছে। রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির পক্ষে কেউ কাজ করতে পারে না।”

উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেওয়ার দাবি জানিয়ে নাসির উদ্দীন বলেন, “বিএনপি এখন লাশের রাজনীতিতে নেমেছে। আওয়ামী লীগের অর্থে বিএনপি ঢাকায় নগর ভবন বন্ধ করছে। বাংলাদেশে আর মুজিবীয় সংবিধান চলবে না।”

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতপন্থার অভিযোগ তুলে তিনি বলেন, “সালেহউদ্দিন ভারতের দালাল হয়ে গেছেন। তিনি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবে না এনসিপি।”

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে। জনগণের রক্তের সঙ্গে বেইমানি করলে দেশে থাকতে পারবেন না।”

সমাবেশ থেকে ঘোষিত হয়, নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্বাচনপূর্ব সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে এনসিপি।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে