ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

২০২৫ মে ২১ ১৮:৫২:৪৯
ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল নাগরিক সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মচারীদের চলমান কর্মবিরতির ফলে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগর ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা। ফলে ভেতরের সব দপ্তরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমনকি নগর ভবনের বাইরে অবস্থিত আটটি আঞ্চলিক অফিসও বন্ধ রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন,"গত কয়েকদিন ধরে নগর ভবনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ থেকে বাইরের আঞ্চলিক অফিসগুলোর কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে আমরা কোনো নাগরিক সেবা দিতে পারছি না।"

আন্দোলনকারীদের দাবি, বিএনপির সমর্থিত কাউন্সিলর ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে হবে। সেই দাবিতে গত এক সপ্তাহ ধরেই নগর ভবনে অবস্থান কর্মসূচি চলছে। বুধবার সকাল ১১টার পর আন্দোলন আরও ঘনীভূত হয়।

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে যেসব সংগঠন:

স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন

পরিবহন চালক ও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন

বিদ্যুৎ কর্মচারী সমাজ কল্যাণ সমিতি

চতুর্থ শ্রেণি কর্মচারী সমাজ কল্যাণ সমিতি

তারা জানিয়েছেন,"আমাদের দাবি মানা না হলে, পরিচ্ছন্নতা, ময়লা পরিবহন ও বিদ্যুৎ সরবরাহসহ সব নাগরিক সেবা পুরোপুরি বন্ধ থাকবে।"

প্রশাসন জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে