ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রফতানিতে চমক

২০২৫ এপ্রিল ১০ ১৭:২৮:৫৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রফতানিতে চমক

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশি পোশাক রফতানি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের পোশাক, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৬৪ শতাংশ বেশি। ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে রফতানি ছিল ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য পরিসংখ্যান সংস্থা ওটেক্সার তথ্য অনুযায়ী, এই দুই মাসে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মোট ১৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ২০ শতাংশ বেশি ছিল। এর মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

বিশ্বের অন্যান্য প্রধান পোশাক রফতানিকারক দেশগুলির মধ্যে, ভারতের প্রবৃদ্ধি ছিল ২৫ দশমিক ৭০ শতাংশ, পাকিস্তানের ২৩ দশমিক ০৫ শতাংশ, ভিয়েতনামের ১১ দশমিক ১৪ শতাংশ এবং চীনের ৮ দশমিক ৮৫ শতাংশ।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি পরিমাণের দিক থেকে ২৩ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। পিসপ্রতি গড় দামে বাংলাদেশি পোশাকের দাম ২ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে, যা বাংলাদেশের পোশাক খাতের মান ও সক্ষমতার প্রতিফলন।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই অগ্রগতি বিশ্বব্যাপী প্রতিযোগিতায় দেশের অবস্থান শক্তিশালী করবে, তবে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা জরুরি।

বিজিএমইএর সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, "এই প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক খাতের মান ও সক্ষমতার প্রতিফলন। তবে এই ধারা অব্যাহত রাখতে আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

আরিফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে