ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

ফাঁস হলো ওবায়দুল কাদেরের কলকাতার ঠিকানা

২০২৫ এপ্রিল ১২ ১০:২৭:৩৮
ফাঁস হলো ওবায়দুল কাদেরের কলকাতার ঠিকানা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। বেশ কিছুদিন ধরেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত অনুসন্ধানে জানা গেছে, তিনি কলকাতার অভিজাত এলাকা নিউটাউনের ডিএলএফ হাইটস প্লাজাতে স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন।

এই তথ্য প্রথম ফাঁস হয় শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গাজী নাসির উদ্দীন আহমেদ নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি দাবি করেন, তার এক বন্ধু চিকিৎসার উদ্দেশ্যে কলকাতার অ্যাপোলো হাসপাতালে যান এবং সেখানেই হঠাৎ করে ওবায়দুল কাদেরকে দেখতে পান।

ওই ফেসবুক পোস্ট অনুযায়ী, চিকিৎসকের অপেক্ষায় থাকা অবস্থায় আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ব্যক্তি চিকিৎসকের কক্ষ থেকে বের হন। বন্ধুটি প্রথমে চিনে ফেলেন এবং প্রশ্ন ছুঁড়তেই সেই ভদ্রলোক মুখে মাস্ক পরে দ্রুত সরে যান। পোস্টে আরও বলা হয়, ওবায়দুল কাদেরকে দেখতে সুস্থ ও আত্মবিশ্বাসী মনে হয়েছে।

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতের নিরাপত্তা সংস্থাগুলো আওয়ামী লীগের নেতাদের বিষয়ে সচেতন। ফলে কোনো অপরাধ না করলে তাদের বিরক্ত করা হয় না।

উল্লেখযোগ্য তথ্য হলো, নিউটাউন হাইটস প্লাজায় শুধু ওবায়দুল কাদের নন, থাকেন আরও কয়েকজন প্রভাবশালী বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে আছেন ফেনীর আলোচিত নেতা নিজাম উদ্দিন হাজারী এবং টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। জানা গেছে, এই নেতারাই মূলত ওবায়দুল কাদেরের কলকাতায় থাকার ব্যবস্থাপনায় যুক্ত।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, কলকাতায় থাকলেও কাদের খুব একটা বাসা থেকে বের হন না এবং রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগও সীমিত। মাঝেমধ্যে শুধু চিকিৎসার জন্য হাসপাতাল যান তিনি।

বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, ৫ আগস্টের পর কয়েক মাস ওবায়দুল কাদের দেশেই আত্মগোপনে ছিলেন। এরপর সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের রাজধানী শিলং চলে যান। সেখানে তিনি একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে অবস্থান করেন, যার মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। পরে সেখান থেকে স্থলপথে কলকাতায় প্রবেশ করেন তিনি।

বর্তমানে তিনি রাজনৈতিকভাবে প্রায় নিস্ক্রিয় থাকলেও তার ভবিষ্যৎ করণীয় এবং অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার শেষ নেই।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে