ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

বিএনপির সহ-সভাপতির হঠাৎ দলবদল

২০২৫ এপ্রিল ১২ ২০:৩৮:৫২
বিএনপির সহ-সভাপতির হঠাৎ দলবদল

নিজস্ব প্রতিবেদক : ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেনের জামায়াতে ইসলামীতে যোগদানের ঘটনা স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘ প্রায় ৩০ বছরের বিএনপির রাজনীতিতে যুক্ত থাকা এই নেতা যিনি একসময় ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি হঠাৎ করেই ভিন্নমুখী রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। গত ১১ এপ্রিল (শুক্রবার) দুপুরে জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন তিনি। তার এই যোগদানের সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা যা দলটির জন্য একটি কৌশলগত অর্জন হিসেবে ধরা যেতে পারে।

এই দলবদল যে শুধু রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ তা নয় বরং এর পেছনে আদর্শিক টান না কৌশলগত বাস্তবতা সে প্রশ্নটিও সামনে এসেছে। আলী হোসেন নিজে অবশ্য দাবি করেছেন তার এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত ক্ষোভ বা দলীয় অসন্তোষ থেকে নয় বরং জামায়াত ইসলামীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন। তিনি বলেন, “বিএনপির প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি রাজনীতি করেছি দেশের ও মানুষের জন্য। জামায়াতের আদর্শের প্রতি সম্মান রেখেই আমি তাদের সংগঠনে কাজ করতে আগ্রহী হয়েছি।” তবে তিনি বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করেই অন্য দলে যোগ দেওয়ায় উপজেলা বিএনপি তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে জামায়াত ইসলামী নেতারা এই যোগদানকে তাদের রাজনৈতিক দর্শনের প্রতি একটি স্বীকৃতি হিসেবে দেখছেন। জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা খলিলুর রহমান জানিয়েছেন আলী হোসেন বর্তমানে একজন সহযোগী সদস্য হিসেবে দলে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে কাজের ভিত্তিতে তিনি উচ্চ পর্যায়ের পদেও যেতে পারেন। জামায়াতের আমির মাওলানা আবদুস ছাত্তার আরও বলেন, “আমাদের দল একটি আদর্শ ভিত্তিক সংগঠন। আলী হোসেন তার ব্যক্তিগত উপলব্ধি ও অনুসন্ধান থেকে আমাদের দলে এসেছেন আমরা তাকে স্বাগত জানাই।”

এই দলবদলের ঘটনায় ইসলামপুর তথা জামালপুর জেলার রাজনৈতিক অঙ্গনে একপ্রকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এমন এক সময় যখন জাতীয় রাজনীতি তীব্র অস্থিরতা ও পুনঃগঠনের মধ্য দিয়ে যাচ্ছে তখন একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতার এই পরিবর্তন ভবিষ্যতের রাজনীতিতে নতুন বার্তা দিতে পারে। অনেকেই বলছেন এটি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং তৃণমূল পর্যায়ের রাজনীতিতে আদর্শ বনাম বাস্তবতার নতুন এক দ্বন্দ্বের প্রতিফলন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে