ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

৪ রাষ্ট্রীয় ব্যাংকে বড় রদবদল

২০২৫ এপ্রিল ১০ ২১:৫৭:২০
৪ রাষ্ট্রীয় ব্যাংকে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৯ কর্মকর্তাকে মহাব্যবস্থাপক (জিএম) পদ থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১০ এপ্রিল, ২০২৫) সই করেন যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন।

পদোন্নতির বিষয়ে বিস্তারিত:

১. সোনালী ব্যাংক:

সোনালী ব্যাংকের জিএম রেজাউল করিম, মো. নূরুন নবী, এবং মোহাম্মদ শাহজাহানকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

একই ব্যাংকের জিএম মো. রফিকুল ইসলামকে বেসিক ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

২. অগ্রণী ব্যাংক:

অগ্রণী ব্যাংকের জিএম রূবানা পারভীনকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংকের আরেক জিএম নুরুল হুদাকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

৩. জনতা ব্যাংক:

সোনালী ব্যাংকের জিএম মো. নজরুল ইসলামকে জনতা ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনতা ব্যাংকের জিএম মো. আশরাফুল আলমকেও একই ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

৪. বাংলাদেশ কৃষি ব্যাংক:

বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম মোহা. খালেদুজ্জামানকে ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী এসব কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত হবে।

এছাড়া, প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই পদোন্নতির আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

এই পদোন্নতির মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের নেতৃত্বের আরও উন্নতি এবং কাঙ্ক্ষিত পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আরিফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে