ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

ঘুম ভেঙেছে তিন ‘বনেদী শেয়ারের’

২০২৫ এপ্রিল ০৮ ১৬:১১:৫৯
ঘুম ভেঙেছে তিন ‘বনেদী শেয়ারের’

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এমন কিছু শেয়ার রয়েছে যেগুলোকে বিনিয়োগকারীরা ‘বনেদী শেয়ার’ হিসেবে অভিহিত করে থাকেন। এসব শেয়ারের রয়েছে গৌরবময় অতীত—এক সময় উচ্চ মুনাফা, ধারাবাহিক ডিভিডেন্ড এবং স্থিতিশীল পারফরম্যান্সের জন্য এগুলোর কদর ছিল আকাশচুম্বী। সেই সময় এসব কোম্পানির শেয়ারদামও ছিল বহু বিনিয়োগকারীর আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে।

তবে সময়ের পরিক্রমায় সেসব কোম্পানির শেয়ার ঐতিহ্য হারিয়ে ফেলেছ। এখন আর আগের মতো ডিভিডেন্ড দিতে পারে না, নেই সেই স্থিতিশীল মুনাফাও। এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে, দামও পড়ে গেছে কোণঠাসা অবস্থায়।

তবুও মাঝে মাঝে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় এসব ‘বনেদী শেয়ার’। বাজারে যখন নড়াচড়া কম, তখন হঠাৎ কিছু ইতিবাচক খবরে বা বাজার সংশ্লিষ্ট গুঞ্জনে এসব শেয়ার জেগে ওঠে। ঠিক তেমনটাই ঘটেছে আজ। তিনটি পুরনো ও পরিচিত কোম্পানি—বিডি ল্যাম্প, হাইডেলবার্গ সিমেন্ট এবং ডেসকো কোম্পানির শেয়ারের দামে ভালো উল্লম্ফন দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, মৌলভিত্তি বা মূল্যায়নভিত্তিক বিনিয়োগের প্রবণতা বাড়লে এ ধরনের কোম্পানি আবারও আগ্রহের কেন্দ্রে চলে আসতে পারে। তবে এক্ষেত্রে কোম্পানিগুলোর পরিচালন ব্যবস্থার উন্নয়ন ও ধারাবাহিক আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি।

বিনিয়োগকারীদের কেউ কেউ বলছেন, “বনেদী শেয়ারগুলো একসময় যেভাবে আমাদের মুনাফা দিয়েছে, এখন তারা যদি সামান্য নড়াচড়াও করে, আমরা সেটাকে ইতিবাচক সংকেত হিসেবে দেখি।”

আজ কোম্পানি তিনটির প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা গেছে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানি তিন এদিন ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষে স্থানে উঠে এসেছে। কোম্পানিগুলোর শেয়ার আজ দিনের সর্বোচ্চ দামে লেনদেন হয়ে হল্টেড ছিল। লেনদেনও ছিল নজরকাড়া।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে