ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

এক্সক্লুসিভ মেটাল কার্ড আনলো সিটি ব্যাংক

২০২৫ এপ্রিল ১০ ১৫:৩৪:০৬
এক্সক্লুসিভ মেটাল কার্ড আনলো সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রথমবারের মতো মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক সিটি ব্যাংক লিমিটেড। ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড’ নামের এই কার্ডটি বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এটি দেশের প্রথম মেটাল কার্ড এবং শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের প্রদান করা হবে। কার্ডটি আন্তর্জাতিক মানের নানা সুবিধা ও অভিজাত গ্রাহকদের জন্য একাধিক এক্সক্লুসিভ অফার নিয়ে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান

উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার

হেড অব কার্ড তৌহিদুল আলম

আমেরিকান এক্সপ্রেস-এর ভাইস প্রেসিডেন্ট দিব্যা জৈন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কার্ডটির মূল বৈশিষ্ট্য:

২০,০০০ টাকার এক্সক্লুসিভ ওয়েলকাম গিফট ভাউচার

Priority Pass সুবিধায় ২ জন অতিথিসহ বিশ্বের ১,৭০০+ বিমানবন্দর লাউঞ্জে প্রবেশাধিকার

Fast Track VIP Meet & Greet Service-এ ১০% ছাড়

Luxury Hotel Membership ও Sixt Rent-A-Car Loyalty Program

দেশের ও আন্তর্জাতিক রেস্টুরেন্টে Buy 1 Get 2 ব্যুফে ডাইনিং অফার

১০ গুণ পর্যন্ত রিওয়ার্ডস পয়েন্ট অর্জনের সুযোগ

বার্ষিক ফি ও বিল পরিশোধে পয়েন্ট ব্যবহারযোগ্য

প্রতিটি গ্রাহকের জন্য একজন নির্ধারিত রিলেশনশিপ ম্যানেজার

রিয়েল-টাইম অটো-ডেবিট সেবা সংযুক্ত

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “এই কার্ড বাংলাদেশের প্রিমিয়াম ব্যাংকিং সেবায় নতুন মাত্রা যোগ করবে। উন্নত জীবনযাত্রা, ভ্রমণ ও আর্থিক স্বাধীনতা—সবই একত্রে রয়েছে এতে।”

ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, “এটি শুধুমাত্র মেটাল কার্ড নয়, বরং আমেরিকান এক্সপ্রেসের শতবর্ষের গ্রাহকসেবা প্রতিশ্রুতির প্রতিফলন।”

দিব্যা জৈন, আমেরিকান এক্সপ্রেসের ভাইস প্রেসিডেন্ট বলেন, “এই কার্ড প্রিমিয়াম জীবনযাত্রাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। এটি শুধু পেমেন্ট সল্যুশন নয়, বরং একটি পরিপূর্ণ অভিজ্ঞতা।”

সিটি ব্যাংকের নতুন মেটাল কার্ড একদিকে যেমন প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করবে, তেমনি ভ্রমণ ও জীবনযাত্রাকে করে তুলবে আরও সহজ, সাবলীল ও বিলাসবহুল।

আরিফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে