ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

‘সুন্দর গোসল চাই’ এই দাবিতে ট্রাম্পের নতুন ঘোষণা

২০২৫ এপ্রিল ১২ ১০:৩৩:৩৩
‘সুন্দর গোসল চাই’ এই দাবিতে ট্রাম্পের নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে গৃহস্থালি কাজে পানির ব্যবহার সীমিত রাখতে যে নীতিমালা চালু ছিল, তা এক নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই আদেশে সই করেন।

ট্রাম্প বলেন, “আমি সুন্দরভাবে গোসল করতে চাই। আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই। কিন্তু পানির নিচে দাঁড়িয়ে চুল ভেজাতে ১৫ মিনিট লেগে যায়। পানি পড়ে ফোঁটায় ফোঁটায়—এটা একেবারে হাস্যকর!”

তিনি আরও যোগ করেন, “হাত ধুতেও যে সময় লাগার কথা, তার চেয়ে অনেক বেশি সময় লাগে। মানুষ যদি পানি ব্যবহার না করতে পারে, তাহলে বাঁচবে কীভাবে?”

এই আদেশের ফলে যুক্তরাষ্ট্রে বাসাবাড়ির পাইপলাইনে পানির প্রবাহের ওপর আর কোনো সরকারি সীমাবদ্ধতা থাকছে না। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, “বারাক ওবামা ও জো বাইডেন একটি সাধারণ গৃহস্থালি কাজকে আমলাতান্ত্রিক জটিলতায় পরিণত করেছিলেন। ট্রাম্প এই ‘দুঃস্বপ্ন’ থেকে জনগণকে মুক্ত করলেন।”

উল্লেখ্য, ২০০৯ সালে ওবামা প্রশাসন পানি অপচয় রোধে বাসাবাড়ির পানি ব্যবহারে সীমা নির্ধারণ করে। ২০১৭ সালে ট্রাম্প ক্ষমতায় এসে সেটি প্রথমবারের মতো বাতিল করেন। পরে ২০২০ সালে জো বাইডেন ক্ষমতায় এসে নীতিটি পুনর্বহাল করেন। সর্বশেষ আবার ট্রাম্প তা বাতিল করলেন।

ট্রাম্পের ভাষায়, “আমরা আমেরিকানদের জন্য পানি উন্মুক্ত করছি—যেন তারা বাঁচতে পারে এবং ভালোভাবে গোসল করতে পারে।”

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে