ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

সিঙ্গাপুর থেকে ফিরে যে কারণে মিরপুরে তামিম

২০২৫ এপ্রিল ১২ ১৯:১৪:৫৩
সিঙ্গাপুর থেকে ফিরে যে কারণে মিরপুরে তামিম

নিজস্ব প্রতিবেদক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছিল মোহামেডান ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচ। হঠাৎ করেই মাঠে দেখা যায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে। ডিপিএলের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকের পর এই প্রথমবার মিরপুরে আসেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে তামিম এসেছিলেন মাঠে। সাংবাদিকদের মনে তখন প্রশ্ন—তামিম কি অসুস্থ শরীর নিয়ে খেলা দেখতে এসেছেন, নাকি প্রিয় দল মোহামেডানকে সমর্থন জানাতে?

পরে জানা যায়, মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতেই তিনি স্টেডিয়ামে আসেন। তবে প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থাকার পাশাপাশি মোহামেডানের ড্রেসিংরুমেও ঢুঁ মারেন। সেখানে সতীর্থরা তার খোঁজ-খবর নেন এবং কিছু সময়ের জন্য তামিম ম্যাচও উপভোগ করেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ, বিকেএসপিতে ডিপিএলের একটি ম্যাচে মোহামেডানের হয়ে খেলার সময় হঠাৎ হার্ট অ্যাটাক করেন তামিম। দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হার্টে স্টেন্ট বসানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে আরও উন্নত পরীক্ষার জন্য তামিম ৭ এপ্রিল সিঙ্গাপুরে যান। সেখান থেকে স্ত্রীর সঙ্গে হাসিমুখে একটি ছবি পোস্ট করে তিনি জানিয়ে দেন, শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

তামিমের চাচা ও সাবেক অধিনায়ক আকরাম খান জানান, চিকিৎসকেরা আশাবাদী। সব ঠিক থাকলে তিন-চার মাসের মধ্যে তামিম মাঠে ফিরতে পারেন। তবে তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা এখনো অনিশ্চিত।

তবুও তামিমের এই মিরপুরে ফিরে আসা যেন প্রমাণ করে দিল, ক্রিকেটপ্রেম আর হার না মানা মানসিকতা দিয়ে এখনো তিনি জীবনের মাঠে বল খেলে চলেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে