ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

রাজধানীর সব পথ মিলেছে এক মোহনায়

২০২৫ এপ্রিল ১২ ১৩:৫৩:১৩
রাজধানীর সব পথ মিলেছে এক মোহনায়

নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর পল্টন, গুলিস্তান, দোয়েল চত্বর, শাহবাগ, মৎস্য ভবন, টিএসসি, বকশীবাজার, নীলক্ষেত, বাংলামোটরসহ বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে দেখা গেছে।

মিছিলকারীদের কেউ এসেছেন বাসে, কেউ পিকআপ বা রিকশায়, কেউবা পায়ে হেঁটে—এমনকি একজনকে ঘোড়ায় চড়েও সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

মিছিলের পথ: রাজধানীর প্রতিটি রাস্তায় জমায়েতের ঢল

পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, দোয়েল চত্বর: এসব রুট দিয়ে আসছে কয়েক হাজার মানুষের মিছিল।

বাংলামোটর → শাহবাগ → রমনা গেট,

কাকরাইল → মৎস্য ভবন → ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেট,

বকশীবাজার → শহীদ মিনার → টিএসসি গেট,

নীলক্ষেত → ভিসি চত্বর → টিএসসি গেট—সব পথ যেন মিলেছে সোহরাওয়ার্দী উদ্যানে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঞ্চ থেকে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠন অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলাম, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও বহু ইসলামী চিন্তাবিদ ও বক্তা উপস্থিত আছেন।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’-এর ফেসবুক পেজে কর্মসূচিতে সংহতি জানিয়ে যে বিশিষ্টজনদের নাম এসেছে:

সরাসরি উপস্থিতি: সালাহউদ্দিন আহমেদ, আন্দালিব রহমান পার্থ, ইলিয়াস কাঞ্চন, অধ্যাপক নিয়াজ আহমেদ খান (ঢাবি ভিসি), হাসনাত আবদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মাহমুদ উল্লাহ রিয়াদ, মাহমুদুর রহমান, মুফতি সৈয়দ ফয়জুল করিম, সাদিক কায়েম, এস এম ফরহাদ, রাতুল খান, শায়খ আহমাদুল্লাহ।

ভিডিও বার্তা প্রদানকারীরা: নুরুল হাসান সোহান, মিয়া গোলাম পরওয়ার (জামায়াত), মজিবুর রহমান মঞ্জু (এবি পার্টি), আহমদ আবদুল কাদের (খেলাফত মজলিস), মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী (ইসলামী ঐক্যজোট), নুরুল হক (গণ অধিকার পরিষদ) প্রমুখ।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে