ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড

২০২৫ এপ্রিল ১২ ২০:১৭:৪৯
দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বর্ণবাজারে আবারও রেকর্ড গড়েছে দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই নতুন দাম রবিবার, ১৩ এপ্রিল থেকে কার্যকর হবে।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারেও এ সমন্বয় আনা হয়েছে। নতুন দামের তালিকায় ২১ ক্যারেট স্বর্ণের ভরি এখন ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা।

বিক্রয় মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ৬% মজুরি যুক্ত করার বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছে বাজুস। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, মাত্র তিন দিন আগে (১০ এপ্রিল) স্বর্ণের দাম ভরিতে ২,৪০৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম রাখা হয়েছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এবার আবার হঠাৎ মূল্যবৃদ্ধিতে অনেকেই বিস্মিত।

চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। গত বছর (২০২৪) ছিল আরও বেশি ওঠানামা মোট ৬২ বার দামের পরিবর্তন, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এখনও ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। অন্যান্য মানের রুপার দামও একই রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে