ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

২০২৫ এপ্রিল ১২ ১৫:৫৩:০৪
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে আঘাত হানা এই ভূমিকম্প দেশটির উত্তরাঞ্চলীয় পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়াতেও অনুভূত হয়।

পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং এর গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ইসলামাবাদের এক বাসিন্দা জিও নিউজকে বলেন, ‘সেক্টর ১১ এলাকায় হঠাৎ ভবন দুলতে শুরু করে। সঙ্গে সঙ্গে সবাই বাইরে ছুটে আসি। আমরা বেশ ভয় পেয়ে গিয়েছিলাম।’

পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ এলাকা, কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এ দুটি প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে দেশটিতে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছিল। সেসময়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বিভিন্ন অঞ্চলে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে